আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে এসএমএস মিডিয়া’র শোক প্রকাশ
সময় সিলেট ডট কম
সময় সিলেট ডেস্ক :
সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক উত্তরপূর্ব’র প্রধান সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন- এসএমএস মিডিয়া লিমিটেড সিলেটের নেতৃবৃন্দ।
সম্প্রতি গণমাধ্যমে প্রেরিত এবং এসএমএস মিডিয়া লিমিটেড’র চেয়ারম্যান মো. সেলিম আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর আ ক ম এনামুল হক মামুন ও পাবলিসিটি এন্ড পাবলিকেশন্স ডিরেক্টর সাইফুল ইসলাম রানা স্বাক্ষরিত এক শোকবার্তায় তারা বলেছেন- একজন অমায়িক এবং স্বজ্জন ব্যক্তি হিসেবে আজিজ আহমদ সেলিম সবার কাছে পরিচিত ছিলেন। ছিলেন সৎ, সাহসী ও নির্ভীক সাংবাদিক। তাঁর এ অকাল মৃত্যু খুবই কষ্টদায়ক।
নেতৃবৃন্দ আরো বলেন- পেশাগত জীবনে আজিজ আহমদ সেলিম সততার সাথে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। ঐতিহ্যবাহী সিলেট প্রেসক্লাবেও তিনি বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। দু’বারের সাধারণ সম্পাদক ছাড়াও সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে একাধিকবার দায়িত্ব পালন করেছেন। নেতৃবৃন্দ বলেন- প্রেসক্লাব ছাড়াও একজন দূরদর্শী ও সৃজনশীল মানুষ হিসেবে তিনি বিভিন্ন ভাবে গণমাধ্যমের উন্নয়ন ও সাংবাদিক সমাজের অধিকার আদায়ে নিরলস ভাবে কাজ করে গেছেন। অসামান্য অবদান রেখেছেন মুক্তিযুদ্ধ, স্বাধীনতা চর্চা ও সমাজের অগ্রযাত্রায়। তার মৃত্যুতে দেশীয় গণমাধ্যম বিশেষকরে সাংবাদিক সমাজের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়।
শোকবার্তায় এসএমএস মিডিয়া’র নেতৃবৃন্দ সদ্য মরহুম এই মহান সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারক-পরিজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।