ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক ডা: জাকিয়া আর নেই
সময় সিলেট ডট কম
স্টাফ রিপোর্টার :
এম এ জি ওসমানী মেডিকেল কলেজের এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা জাকিয়া সুলতানা আর নেই। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় ঢাকার ইউনাইটেড হসপিটালে ইন্তেকাল করেছেন তিনি। বাদ এশা হযরত শাহজালাল (রঃ) দরগাহ মসজিদে নামাজে জানাজা শেষে দরগাহ গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তিনি জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান, প্রখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোশাহিদ ঠাকুরের সহধর্মিণী। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
এদিকে, অধ্যাপক ডা. জাকিয়া সুলতানার মৃত্যুতে ‘জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাগীব আলী এবং কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেনসহ কলেজ ও হাসপাতালের সর্বস্তরের শিক্ষক-চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।