দুর্গাপূজা : আজ মহাঅষ্টমী
সময় সিলেট ডট কম
স্টাফ রিপোর্টার :
সিলেটসহ সারাদেশে অনুষ্ঠিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজার মহা সপ্তমী। জগতে আসুরিক শক্তির পরাভব ও সত্য সুন্দর চির কল্যাণে সবার অন্তরে শান্তি ও কল্যাণ বয়ে আসুক। এই প্রত্যাশায় সিলেটে ভোরে সূর্য উঠার আগে থেকে বৈরী আবহাওয়ায় নানান আয়োজনের মধ্য মণ্ডপে মণ্ডপে দুর্গাপূজার মহাসপ্তমী চলেছে। তবে বৃষ্টিভেজা সকালে পূজারী ও দর্শনার্থীদের ভিড় না থাকলেও ম-পে ম-পে সদস্যরা ও আশেপাশের ভক্তরা অঞ্জলি দেন। অঞ্জলি শেষে করা হয় প্রসাদ বিতরণ।
সিলেটে সাড়ে পাঁচ শতাধিক পূজা মণ্ডপে প্রশাসনের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে সিলেট জেলায় পারিবারিক ও সার্বজনীন মিলিয়ে ৫২০ টি এবং সিলেট মহানগরে ৬৪ টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। গত বছর সিলেট জেলা ও মহানগর মিলিয়ে ৬০৮ টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। এ হিসেবে এবার পূজা মণ্ডপের সংখ্যা কমেছে ২৪টি। করোনার কারণে এবারে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত করে পূজা করতে হচ্ছে আয়োজকদের। আজ অনুষ্ঠিত হবে মহাঅষ্টমী। ২৬ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজা।