রায়হানের বিরুদ্ধে ছিনতাইর অভিযোগ আনা যুবক নিজেই ছিনতাইকারী
সময় সিলেট ডট কম
স্টাফ রিপোর্টার :
বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যার ঘটনায় আরো ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারকৃত যুবকের নাম হলো শেখ সাইদুর রহমান। সে নগরীর একজন পেশাদার ছিনতাইকারী বলে জানা গেছে।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র পরিদর্শক মহিদুল ইসলাম বলেন, রোববার সকালে রায়হানের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ আনা সাইদুর রহমানকে পিবিআই কার্যালয়ে নিয়ে আসা হয়। অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন থাকায় তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে। এরপর বিকেলে তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এদিকে, যুবক রায়হান হত্যার ঘটনায় এ পর্যন্ত মোট তিনজনকে গ্রেফতার করেছে পিবিআই। এদের মধ্যে দুই পুলিশ কনস্টেবল ও ১জন ছিনতাইকারী।
জানা যায়, ১০ অক্টোবর মধ্যরাতে রাতে সাইদুর রহমান বন্দররবাজার এলাকার একটি রেস্টুরেন্টে থাকা কয়েকজন পুলিশ সদস্যকে জানান তিনি কাষ্টঘর এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন। তার অভিযোগ পেয়ে রাত আড়াইটার দিকে কাষ্টঘর সুইপার কলোনির একটি কক্ষ থেকে রায়হানকে আটক করে। সাইদুরের অভিযোগের প্রেক্ষিতেই রায়হানকে পুলিশ ফাঁড়িতে ধরে এনেছিলো ডিউটি পুলিশ। এরপর তাকে এনে নির্যাতন চালানো হয়। ১১ অক্টোবর ভোরে মারা যান রায়হান আহমদ।