কাষ্টঘরে বাংলা মদসহ যুবক গ্রেফতার
সময় সিলেট ডট কম
স্টাফ রিপোর্টার :
নগরীর কাষ্টঘর সুইপার কলোনি এলাকা থেকে বিপুল পরিমানের চোলাই বাংলা মদসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৯। অভিযানে ৩০০ লিটার চোলাই বাংলা মদ জব্দ করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।
রোববার ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।
গ্রেফতারকৃত যুবক সিলেটের বালাগঞ্জ উপজেলার মৃত খালিক মিয়ার ছেলে মো.আলমগীর(৩৫)। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার ওবাইন।
এরআগে শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো.সামিউল আলমের নেতৃত্বে কাষ্টঘর সুইপার কলোনি এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়। পরে কোতোয়ালী থানায় মাদক আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে।