স্ত্রীর একদিন পর মারা গেলেন ব্লু-বার্ডের শিক্ষক নিকুঞ্জ বিহারী
সময় সিলেট ডট কম
স্টাফ রিপোর্টার :
করোনায় মারা গেলেন সিলেট ব্লু বার্ড স্কুলের গণিতের শিক্ষক নিকুঞ্জ বিহারী দাস। মঙ্গলবার সকাল ৯টার দিকে নগরীর দাড়িয়াপাড়াস্থ বাসায় মারা যান নিকুঞ্জ দাস। এরপর দুপুরে সিলেটের চালিবন্দর মহাশশ্মান ঘাটে তার অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
এর আগে সোমবার ভোরে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নিকুঞ্জ দাসের স্ত্রী রেণুকা চৌধুরী। করোনা আক্রান্ত স্বামী-স্ত্রী দুজনেই এই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তাদের মূল বাড়ি সুনামগঞ্জের শাল্লায়।
নিকুঞ্জ-রেনুকা দম্পত্তির এক ছেলে ও এক মেয়ে। ছেলে ভারতে থাকেন। মেয়ে সাংবাদিক অদিতি দাসও করোনায় আক্রান্ত।