পীরেরচকে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
সময় সিলেট ডট কম
শহরতলীর শাহপরাণ থানার পীরেরচক গ্রামে স্ত্রীকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী আব্দুল আজিজকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বুধবার দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মত ময়মুন নেছা খানম ওই আদেশ দেন। আব্দুল আজিজ জগন্নাথপুর গ্রামের বাসিন্দা।
২০১৪ সালের ৩০ ডিসেম্বর পীরেরচক গ্রামে ভাড়া বাসায় স্ত্রী লিপি বেগমকে পরিকল্পিতভাবে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেন স্বামী আব্দুল আজিজ। দীর্ঘ আইনী প্রক্রিয়া শেষে বুধবার আদালত একমাত্র আসামী আজিজকে যাবজ্জীবন প্রদান করেন বলে জানান, আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর জোবায়ের বখত জুবের।