আজ কাজলের বিয়ে
সময় সিলেট ডট কম
কাজলের আজ বিয়ে। সেই উৎসব শুরু হয়েছে ব্যাচেলর পার্টির মাধ্যমে। গত বুধবার ছিল মেহেদি উৎসব, বৃহস্পতিবার হয়েছে গায়েহলুদ। হলুদ জমিনে ফুলেল সালোয়ার–কামিজে গায়ে হলুদ মেখেছেন, চোখে সানগ্লাস এঁটে নেচেছেন দক্ষিণ ভারতের তারকা কাজল আগারওয়াল। আজ আগুনকে সাক্ষী করে চার হাত এক হবে তাঁর আর উদ্যোক্তা গৌতম কিসলুর।
জন্মদিনে ইনস্টাগ্রামে কাজল নিজেই জানিয়েছিলেন বিয়ের কথা। লিখেছিলেন, ‘খবরটি আমি আপনাদের জানাতে পেরে অসম্ভব রোমাঞ্চিত। ৩০ অক্টোবর মুম্বাইয়ে খুব ছিমছাম পারিবারিক আয়োজনে গৌতম কিসলুর সঙ্গে আমার বিয়ে। এই মহামারি আমাদের আনন্দের উজ্জ্বলতাকে ছায়া দিয়ে ঢেকে রেখেছে। তবু একসঙ্গে পথচলা শুরু করতে আর তর সইছে না। এখন আমার সব মনোযোগ কেবল নতুন পথচলার দিকেই। আপনাদের সীমাহীন সমর্থনের জন্য আবার ধন্যবাদ।’