ভিয়েনায় ৬ স্থানে একযোগে গুলি, নিহত ২
সময় সিলেট ডট কম
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রকাশ্য রাস্তায় এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। ভিয়েনার অন্তত ৬টি স্থানে একযোগে এ হামলা চালিয়েছে অস্ত্রধারীরা। খবর বিবিসি
সোমবার রাতে শহরের কেন্দ্রীয় উপাসনালয়ের কাছাকাছি এসব হামলার ঘটনা ঘটেছে। তবে উপাসনালয়কে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে কি না তা নিশ্চিত নয়।
নগরীর মেয়রের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হামলার ঘটনায় ১৫ জন আহত হয়েছেন, তাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন বলে জানা গেছে।
হামলার পর ভিয়েনা শহরের এলাকাজুড়ে অভিযান চালাচ্ছে পুলিশ।
অস্ট্রেলিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ বলেছেন, এটি একটি ঘৃণ্য হামলা। হামলাকােরীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, তিনি ভয়াবহ আক্রমণে গভীরভাবে হতবাক।
ঘটনার রাত থেকেই অস্ট্রিয়ায় লকডাউন শুরু হয়েছে। ঠিক তার কিছুক্ষণ আগেই এই হামলা চালানো হয়। এই হামলা পূর্ব পরিকল্পিত বলেই মনে করা হচ্ছে। এতে বহু লোকের হতাহতের হওয়ার সম্ভাবনা রয়েছে।