রাগীব-রাবেয়া মেডিকেলে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিদর্শক দল
সময় সিলেট ডট কম
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি পরিদর্শক দল জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পার্কভিউ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অছুল আহমেদ চৌধুরীর নেতৃত্বে তারা এই পরিদর্শণ করেন। এসময় পরিদর্শক দলের অন্যান্য সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন, পার্কভিউ মেডিকেল কলেজের অবস এন্ড গাইন বিভাগের অধ্যাপক ডা: দিলীপ কুমার ভৌমিক, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের অধ্যাপক ডা: নব কুমার সাহা, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা: সৈয়দ আনুয়ারুল হক, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী কলেজ পরিদর্শক মাইদুল ইসলাম চৌধুরী।
এরআগে পরিদর্শক দল প্রতিষ্ঠানে পৌঁছলে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো. আবেদ হোসেনের নেতৃত্বে কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ অধ্যাপক ডা: এ. কে. এম. দাউদ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা: মো. তারেক আজাদ তাদেরকে স্বাগত জানান। বিজ্ঞপ্তি