মহানবীকে অবমাননার প্রতিবাদে কোম্পানীগঞ্জে বিক্ষোভ সমাবেশ
সময় সিলেট ডট কম
কোম্পানীগঞ্জ সংবাদদাতা:
ফ্রান্সে মহানবী (স.) এর ব্যঙ্গ চিত্র প্রকাশ ও প্রদর্শনের প্রতিবাদে সোমবার বাদ আসর উত্তর রণিখাই ইউনিয়নের সর্বস্তরের মুসলিম জনতার আয়োজনে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
উত্তর রণিখাই আদর্শ মানব কল্যাণ সংস্থার সভাপতি ও চরারবাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুন নূর এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাস্টার ইন্তাজ আলী ও মাওলানা হিফজুর রহমানের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কামালবস্তি মাদ্রাসার মুহতামিম মাওলানা যহির উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি মঈন উদ্দিন মিলন, মাস্টার ফয়জুর রহমান, বরমসিদ্দিপুর মাদ্রাসার নাইবে মুহতামিম মাওলানা ইস্কন্দর আলী, মাওলানা রফিক আহমদ, মাওলানা বিলাল আহমদ, মাওলানা আব্বাস আলী, মাওলানা দিলোয়ার হুসেন, মাওলানা খায়রুল আমিন, মাওলানা আনোয়ার হুসাইন, মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা আবুল কালাম, মাওলানা রুহুল আমিন সিরাজি, মাওলানা অলিউর রহমান, সাংবাদিক আলী হোসেন।