সুনামগঞ্জে ব্র্যাকের মতবিনিময়
সময় সিলেট ডট কম
সুনামগঞ্জ প্রতিনিধি :
নারী ও শিশুর প্রতি নির্যাতন এবং যৌন হয়রানি প্রতিরোধে সুশীল সমাজ ও সেবা প্রদানকারী সংস্থার করণীয় বিষয়ে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মিলনায়তনে ব্র্যাকের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিহার সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুর রহিম বাবর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ব্র্যাকের আঞ্চলিক কর্মকর্তা আবুল কালাম আজাদসহ স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, নারী ও শিশুদের নির্যাতন ও যৌন হয়রানি প্রতিরোধে পুরুষ ও নারীদের সংযুক্তকরণ নেটওয়ার্ক তৈরী করে পুরো জেলায় নারী সহিংসতায় সচেতনতা বাড়াতে হবে। এছাড়া সকল ধরনের যৌন হয়রানির ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন ও অপরাধ হিসেবে মুল্যায়ন করে দ্রæত ব্যবস্থা নিতে। তাহলেই নারী ও শিশুদের নির্যাতন ও যৌন হয়রানি হ্রাস পাবে।