ফ্রান্সে মহানবী সা. এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে ছাতক লাকেশ্বর বাজারে মিছিল-সমাবেশ
সময় সিলেট ডট কম
ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ সা. এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে এবং সবধরণের ফরাসি পণ্য বর্জনের আহবানে বিশ্বনাথ ও ছাতক উপজেলার তৌহিদী জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২রা নভেম্বর) বাদ জোহর ছাতকের লাকেশ্বর বাজারে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা জালাল উদ্দীন আহমদ বড় সাহেবজাদায়ে চান্দাই। নিজাম উদ্দীন আহমদ ছোট সাহেবজাদায়ে চান্দাই এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পরবর্তীতে সমাবেশে বক্তব্য দেন- লাকেশ্বর দাখিল মাদরাসার সুপার মাওলানা আজিজুর রহমান, গোয়াহরী দাখিল মাদরাসা সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল গফুর, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা জিল্লুল হক, কোনাউড়া নোয়াগাও হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফিজ আব্দুস সালাম, হযরত ফাতেহা রা. হাফিজিয়া মাদরাসা শিক্ষক হাফিজ মাওলানা ফয়জুর রহমান, ইংরেজিতে বক্তব্য রাখেন শেখ জাবের আহমদ। এসময় সমাজকর্মী সোহেল তাজ, হাফিজ আরব খান, হারুনুর রশিদ, হারুন মিয়া, ফিরোজ আলী মেম্বার, আব্দুল ওয়াহিদ মেম্বার, ড. মকদ্দুস আলী, আফতাব আলী, আবুল কালাম, আজিদ মিয়া, কিরন মিয়া, ছমক আলী মেম্বার, নোয়াব আলী মেম্বার, হাফিজ শাকের আহমদ, হাফিজ আজিজুল ইসলাম, হাফিজ রেজাউর রহমান, মাওলানা সাজলুজ্জামান দুদু-সহ বিশ্বনাথ ও ছাতক উপজেলার বিপুল সংখ্যক তৈহিদী জনতা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জালাল উদ্দীন আহমদ বড় সাহেবজাদায়ে চান্দাই মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গ চিত্র প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহবানে জানিয়ে বলেন- শুধু ফ্রান্স নয় বিশ্বের যেখানেই মানবতার নবী সা. এর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে, সেখানেই তীব্র প্রতিবাদ গড়ে তোলা মুসলমানদের ঈমানী দায়িত্ব। তিনি বলেন- যারা নবীজিকে নিয়ে ব্যঙ্গচিত্রের মাধ্যমে অপমান করেছে এ জন্য ফ্রান্স সরকারকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। অন্যথায় নবী প্রেমী তৌহিদী জনতা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।