টুকেরবাজারে পেট্রোল বোমা উদ্ধার
সময় সিলেট ডট কম
স্টাফ রিপোর্টার :
শহরতলীর টুকেরবাজার থেকে ২৫ বোতল পেট্রেল বোমা উদ্ধার করেছে র্যাব। এ সময় বোমা তৈরির সরঞ্জামাদিও উদ্ধার করা হয়। সোমবার দিবাগত রাতে সিলেট সদর উপজেলার তারাপুর গ্রামের একটি জঙ্গল থেকে এই পেট্রোল বোমা উদ্ধার করেছে র্যাব। এ তথ্যটি নিশ্চিত করেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি একেএম কামরুজ্জামান।
তিনি জানান, এ ঘটনায় র্যাব বাদি হয়ে এয়ারপোর্ট থানায় বিস্ফোরক আইনে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন।