বিশ্বনাথে কালিগঞ্জ ইসলামী জনকল্যাণ সংস্থার ফ্রি খৎনা অনুষ্ঠিত
সময় সিলেট ডট কম
বিশ্বনাথ প্রতিনিধি :
বিশ্বনাথের কালিগঞ্জ ইসলামী জনকল্যাণ সংস্থার উদ্যেগে প্রতিবছরের ন্যায় এবারো ফ্রী খৎনার আয়োজন করা হয় মঙ্গলবার (০৩ নভেম্বর) কালিগঞ্জ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে। স্থানীয় ৪০ জন শিশুর খৎনা সম্পন্ন শেষে তাদেরকে বিনামূল্যে ঔষধও দেওয়া হয়।
সংস্থার সভাপতি কালীগঞ্জ বাজার জামে মসজিদের ঈমাম মাওলানা উবায়দুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদের পরিচালনায় খৎনা পূর্ববর্তী আলোচনা সভায় বক্তারা বলেন- ইসলামী জনকল্যান সংস্থার উদ্যেগে ১০ বছর যাবত স্থানীয় দরিদ্র শিশুদের বিনামূল্যে খৎনা সম্পন্ন করা হয়ে থাকে। এভাবে প্রতিবছর ফ্রী খৎনার আয়োজন করতে হলে সকলের সার্বিক সহযোগিতার প্রয়োজন। যদি সকলে সার্বিক সহযোগিতা থাকে তাহলে প্রতিবছর সংস্থার পক্ষ থেকে ফ্রী খৎনার আয়োজন করা হবে।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সংস্থার সদস্য মাওলানা ফিরোজ আলী, মাওলানা তোফায়েল, আব্দুল হক, আব্দুল আলিম, এনামুল হক, আছকির আলী, আফিকুল ইসলাম, মফজ্জুল আলী, ইসুফ আলী, জাকারিয়া শিকদার, আনফর আলী (আয়পন), আনোয়ার আলী, সমছুল ইসলাম বাবুল, আব্দুল হাদী, আপ্তাব আলী, সাহিদ আলী, রুবেল আহমদ, সুজন মিয়া, আব্দুল মুহিত, মাওলানা রেজাউল করিম প্রমুখ।