ছাতকে শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস বিতরণ
সময় সিলেট ডট কম
ছাতকে যুক্তরাজ্য প্রবাসী অাসাদ উদ্দীনের অর্থায়নে শিক্ষার্থীদের মধ্যে স্কুলড্রেস বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভুইগাঁও সিকন্দরপুর প্লে এন্ড নার্সারি ইসলামী একাডেমীর ৩০জন শিক্ষার্থীর মাঝে এই স্কুলড্রেস বিতরণ করা হয়। স্কুলড্রেস বিতরণী অনুষ্ঠান পূর্ব অালোচনা সভায় সভাপতিত্ব করেন মুরুব্বি তফজ্জুল আলী।
আবদুল আমিনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাবেক ইউপি সদস্য মুহিবুর রহমান মুহিব। এসময় উপস্থিত ছিলেন- মুরুব্বী কালা মিয়া, শাহিন মিয়া, রসিদ আলী, লাল মিয়া, মাস্টার আশরাফুল ইসলাম, মাস্টার তোফায়েল আহমেদ, তেরা মিয়া, আয়না মিয়া, অলিউর রহমান অলি, সুলেমান, মাসুম আহমেদ, কুতুব আলী। সভা শেষে দোয়া পরিচালনা করেন- সিকন্দরপুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান সমুজ। সংবাদ বিজ্ঞপ্তি