মহানবী সা. এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে বিশ্বনাথ পীরের বাজারে উলামা পরিষদের মানববন্ধন ও মিছিল
সময় সিলেট ডট কম
বিশ্বনাথ প্রতিনিধি :
ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ সা. এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে এবং সবধরণের ফরাসি পণ্য বর্জনের আহবানে বিশ্বনাথের দশঘরে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ২ টায় স্থানীয় পীরের বাজারে দশঘর ইউনিয়ন উলামা পরিষদ অায়োজিত এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জামেয়া তাওয়াক্কুলিয়া চক কাশিমপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা কবির উদ্দিনের সভাপতিত্বে এবং উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আশরাফুল হক, মাওলানা আব্দুর রহমান ও সদস্য মাওলানা মুশতাক আহমদ এর যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- জামেয়া তাওয়াক্কুলিয়া চক কাশিমপুর এর নায়েবে মুহতামিম মাওলানা মতিউর রহমান, জামেয়া ইসলামিয়া লহরী মাদরাসার মুহতামিম মাওলানা মিজানুর রহমান মুন্সি, যুন্নুরাইন মহিলা মাদ্রাসার (ধরারাই) মুহতামিম মাওলানা আফজাল হুসাইন, উলামা পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আফরোজ আলী, জামেয়া ইসলামিয়া শমেমর্দান মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মঈনুল ইসলাম, জামেয়া ইসলামিয়া নোয়াগাঁও মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আনোয়ার হোসাইন, জামেয়া তাওয়াক্কুলিয়া চক কাশিমপুর মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি নুর আহমদ, পীরের বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিনুল ইসলাম আমিনী, দশঘর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন, সাথী সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা তাজুল ইসলাম, জামেয়া ইসলামিয়া বরুণী মাদ্রাসার শিক্ষক মাওলানা বশির আহমদ, জামেয়া ইসলামিয়া নোয়াগাঁও মাদ্রাসার শিক্ষক মাওলানা জাকির আহমদ চৌধুরী।
বক্তারা বলেন- প্রিয় নবী সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে ফ্রান্স ক্ষমার অযোগ্য অপরাধ করে বসেছে। তারা বিশ্ব মুসলমানের কলিজায় আঘাত হেনেছে। বক্তারা বলেন- ফ্রান্স সরকার এর জন্য জনসম্মুখে এসে ক্ষমা চাইতে হবে, নয়তো মুসলিম উম্মাহ তাদের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে। বক্তারা আরো বলেন- ৯০ ভাগ মুসলমানের এই বাংলাদেশ। ফান্স আমাদের নবী সা. এর অবমাননা করবে আর আমরা তাদের সাথে বন্ধুসুলভ অচরণ করবো, তা কখনও বরদাশত করা যায় না। তাই রাসুল সা. বিদ্বেষী ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি দেশে সবধরণের ফরাসি পণ্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
এসময় দশঘর ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অন্যান্য পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র, যুবক-সহ বিপুল সংখ্যক তৌহিদী জনতা উপস্থিত ছিলেন। পরে দারুল উলুম চাঁন্দভরাং মাদ্রাসার মুহতামিম মাওলানা লোকমান আহমদের দোয়ার মাধ্যমে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের সমাপ্তি হয়।