করোনায় সিলেটে আরো দুই জনের মৃত্যু
সময় সিলেট ডট কম
স্টাফ রিপোর্টার :
২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ২৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে থাকা আইসোলেশনে থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৪৯ জন । আর এ সময়ে সিলেট বিভাগে মৃত্যু হয়েছে দুই জনের। মারা যাওয়া দুইজনই সিলেট জেলার বাসিন্দা।
আজ শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
নতুন শনাক্তদের নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত দাঁড়ালো ১৩ হাজার ৮৬৭ জনে। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৭ হাজার ৮০৪ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৪১৬ জন, হবিগঞ্জে ১ হাজার ৮৪৫ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮০২ জনের করোনা শনাক্ত হয়েছে।