সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সময় সিলেট ডট কম
সিলেটে ট্রাকচাপায় পিয়াস চক্রবর্তী (৩০) নামে এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার রাত ৯টার দিকে সিলেট-বিমানবন্দর সড়কের লাক্কাতুড়া চা বাগানসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিয়াস চক্রবর্তী সিলেট নগরের বাগবাড়ি এলাকার বাসিন্দা ও সিলেট সিটি করপোরেশনের পানি শাখার কর্মচারী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসি শাহাদাত হোসেন গণমাধ্যমে জানান, রাত ৯টার দিকে সিলেট-বিমানবন্দর সড়কের লাক্কাতুড়া চা বাগানসংলগ্ন এলাকায় দ্রুতগতির একটি ট্রাক বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান।
এসময় আহত হন যুবক মিজানুর রহমান (৩৫) ও রণি দাস (৩০)। তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হলেও ট্রাকটি নিয়ে চালক পলাতক রয়েছেন।