সিলেটে বাসদের লাল পতাকা মিছিল
সময় সিলেট ডট কম

dav
৭ নভেম্বর মহান সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৩ তম বার্ষিকী ও বাসদ(মার্কসবাদী) ‘৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়। বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, সমাবেশ পরিচালনা করেন জেলা কমিটির সদস্য মুখলেছুর রহমান। সমাবেশ শেষে জনজীবনের বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড, লালপতাকা সহ সুসজ্জিত মিছিল কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, করোনা ভাইরাসের সংক্রমণে দেশের মানুষের জীবন-জীবিকা আজ বিপর্যস্ত। প্রথম সংক্রমণের ধাক্কাই সামলাতে পারেনি এর দ্বিতীয়বার সংক্রমণের তীব্রতা বাড়ছে ইতিমধ্যে ইংল্যান্ড পুনরায় লকডাউন দিয়েছে। আরো কত মানুষের মৃত্যু ঘটবে আমরা জানি না। সংক্রমণ মোকাবেলায় ব্যর্থ সরকার জনগনকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছে, যারা মরার মরবে ও যারা বাঁচার বাঁচবে। করোনাজনিত অর্থনৈতিক মন্দার অজুহাতে ছাঁটাই -বেতন কর্তন চলছে, বেকারত্ব ও দারিদ্র্য বাড়ছে। প্রবাসীরা অনেকে কাজ হারিয়ে দেশে ফিরে আসছেন। সরকার ২৫টি রাষ্ট্রীয় পাটকল বন্ধ করে দিয়ে ৬০ হাজার শ্রমিককে এক ধাক্কায় বেকার করে দিয়েছে, পাটচাষিদের ক্ষতিগ্রস্ত করেছে।
দেশের এই পরিস্থিতিতে আরও উদ্বেগ তৈরি করেছে দেশব্যপী ধর্ষণ -গণধর্ষণের ঘটনা। সিলেটের ঐতিহ্যবাহী এম সি কলেজের ছাত্রাবাসে ছাত্রলীগ সন্ত্রাসীদের দ্বারা এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছে যা সিলেটের সকল মানুষকে আতঙ্কিত করেছে। সম্প্রতি সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে যুবক রায়হানকে হত্যা করা হয়েছে কোন অভিযোগ ছাড়া। হত্যাকান্ডের মূল হোতা এস আই আকবর এখনও গ্রেফতার হয়নি বলা হচ্ছে সে ভারতে পালিয়ে গেছে, পুলিশ হেফাজত থেকে কিভাবে পালালো তাঁর ব্যাখ্যা নেই।