জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দক্ষিণ সুরমায় কৃষকদলের দোয়া মাহফিল
সময় সিলেট ডট কম
দক্ষিণ সুরমা উপজেলা কৃষকদলের উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা এবং বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে এক দোয়া মাহফিল শনিবার (৭ নভেম্বর) বাদ আছর নগরীর ভার্থখলা জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ সুরমা উপজেলা কৃষকদলের আহবায়ক ফয়জুল ইসলাম পীরের সভাপতিত্বে ও সদস্য সচিব বখতিয়ার আহমদ ইমরানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা কৃষকদলের সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক এম জহুরুল ইসলাম মখর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- কৃষকদল নেতা আব্দুল মজিদ, নুরুল আমিন দুলু, জামাল আহমদ, জয়নাল আবেদীন ইমন, আশরাফ উদ্দিন, শামসুল ইসলাম, আক্তার হোসেন, আবুল কালাম আজাদ, আব্দুস শহীদ, ইসলাম আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হাজী তাজরুল ইসলাম তাজুল বলেন- ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উজ্জীবত হয়ে কৃষকদলের নেতাকর্মীদের কাজ করতে হবে। তিনি বলেন- বিপ্লব এ দেশের মানুষের শিরায় শিরায় বহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশ একইসূত্রে গাঁথা। তাই দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র নস্যাৎ করে স্বাধীনতা রক্ষার দীপ্ত শপথ নিতে হবে। কোন ষড়যন্ত্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দমিয়ে রাখতে পারবে না উল্লেখ করে তিনি সকলকে গণতন্ত্র পুনঃউদ্ধারে একযোগে কাজ করার আহবান জানান। সংবাদ বিজ্ঞপ্তি