বিশ্বনাথে জগন্নাথপুর ও সিংগেরকাছ রাস্তার আরসিসি কাজের উদ্ধোধন
সময় সিলেট ডট কম
বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেটের বিশ্বনাথ জগন্নাথপুর ও সিংগেরকাছ সড়কের আরসিসি কাজের উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উদ্বোধন করেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া।
এসময় তিনি বলেন- বিশ্বনাথবাসীর দীর্ঘদিনের দাবি উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্থাগুলোর মধ্যে বিশ্বনাথ টু জগন্নাথপুর ও বিশ্বনাথ টু সিংগেরকাছ রাস্থা দু’টি সংস্কার করা। দীর্ঘদিন ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে মানুষের চলাচলে খুবই কষ্ঠ হচ্ছে। তিনি বলেন- বর্তমান সরকারের আমলে দেশের প্রত্যন্ত অঞ্চলে রাস্থাঘাট, ব্রীজ, কালভার্ড, শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের যে উন্নয়ন হচ্ছে, তারই ধারাবাহিকতায় বিশ্বনাথেও উন্নয়নযজ্ঞ অব্যাহত অব্যাহত আছে। দিনে দিনে তা আরো বৃদ্ধি পাচ্ছে। উপজেলাবাসী এর সুফল পাচ্ছে।
এস এম নুনু মিয়া বলেন- আমি এই উপজেলার একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকার সর্বস্থরের মানুষের মতামতের ভিত্তিতে সুশাসন প্রতিষ্ঠা এবং সুষম উন্নয়ন লক্ষে কাজ করে যাচ্ছি। বিশেষকরে গেলো কয়েক বছরের উপুর্যুপুরি বন্যা এবং দীর্ঘদির ধরে সংস্কার না হওয়ায় উপজেলার যে সকল রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, আমি সেগুলো দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে যান চলাচলের ব্যবস্থা করে দিতে বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছি। তিনি আশা প্রকাশ করে বলেন- আগামী জুন মাসের ভেতরে উপজেলার সবক’টি রাস্থার কাজ শেষ করা হবে।
এসময় মোবাইল ফোনের মাধ্যমে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসকল রাস্থার উন্নয়ন কাজের খোজ খবর নেন এবং জেলা প্রকৌশলীকে দ্রুত কাজ সম্পন্ন করার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন- জেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) এনামুল হক, বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দবির মিয়া প্রমুখ।