পিএসএল এ খেলতে পাকিস্তান যাচ্ছেন তামিম
সময় সিলেট ডট কম
স্পোর্টস ডেস্ক::
করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ (পিএলএল) আবার শুরু হতে যাচ্ছে। টুর্নামেন্টটির প্লে অফ খেলতে পাকিস্তানে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আজ সকাল এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে করাচির উদ্দেশে ঢাকা ছাড়লেন তামিম। বিসিবির লজিস্টিক বিভাগের একজন কর্মকর্তা খবরটি নিশ্চিত করেছেন।
লাহোর কালান্দার্সের হয়ে প্লে অফ খেলবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হতে কিছুটা দেরি হওয়ায় তামিমকে অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মার্চে শুরু হওয়া পাকিস্তানের ঘরোয়া প্রতিযোগিতায় বাংলাদেশের কেউই দল পাননি। মূলত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের কারণেই বাংলাদেশি কোনও ক্রিকেটারের প্রতি আগ্রহ দেখায়নি পিসিবি। মার্চের মাঝামাঝিতে করোনার প্রকোপ বেড়ে যাওয়া পিএসএল স্থগিত করে তারা। আগামী ১৪ নভেম্বর থেকে করাচি কিংস, লাহোর কালান্দার্স, মুলতান সুলতানস ও পেশাওয়ার জালমির প্লে অফ দিয়ে ফের মাঠে গড়াবে পিএসএল।
পিএসএলে আগেও খেলেছিলেন তামিম। ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে পেশাওয়ার জালমির হয়ে খেলেছেন তিনি।
তামিমের সঙ্গে টুর্নামেন্টের শেষ ধাপে খেলতে ডাক পেয়েছিলেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মাহমুদউল্লাহ। কিন্তু করাচিতে যাওয়ার আগে রুটিন টেস্ট করতে গিয়ে কোভিড-১৯ ধরা পড়ে তার। দুবার নমুনা দিয়ে দুবারই পজিটিভ হয়েছেন তিনি। তাই পাকিস্তানের টুর্নামেন্টটিতে খেলা হচ্ছে না মাহমুদউল্লাহর। আপাতত কোয়ারেন্টিনেই থাকতে হচ্ছে টি-টোয়েন্টি দলের অধিনায়ককে।