শ্রীমঙ্গলে ‘নো মাস্ক নো সার্ভিস’ ক্যাম্পেইন
সময় সিলেট ডট কম
শ্রীমঙ্গলে করোনাভাইরাসের সংক্রমণরোধে ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি ব্যাপকভাবে বাস্তবায়নের লক্ষে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা করোনা প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার দুপুরে শহরের চৌমুহনা অনুষ্ঠিতব্য ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় প্রাক্তণ স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী প্রমুখ। এসময় শহরের বিভিন্ন দোকানে গিয়ে ‘নো মাস্ক, নো সার্ভিস’ সচেতনতামূলক লিফলেট লাগানো হয়। এছাড়াও পথচারীদের হাতে লিফলেট বিতরণ করা হয়।