পানির বোতলে বাংলা মদ কারাগারে ব্যবসায়ী
সময় সিলেট ডট কম
স্টাফ রিপোর্টার :
সিলেটে পানির বোতলে চোলাই বা বাংলা মদের ব্যবসা চলছে। দীর্ঘদিন থেকে এ ব্যবসা চালিয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর নজরে পড়েনি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরতলীর লাক্কাতুরা এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় পানির বোতলে থাকা ৩০০ লিটার চোলাই বাংলা মদসহ এক মদক কারবারিকে আটক করা হয়। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে মাদক আইনে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেছে।
মঙ্গলবার ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে থানা পুলিশ। ধৃত আশোক মিয়াকে (৩০) সুনামগঞ্জের দোয়ারাবাজারের দোয়ালিয়া গ্রামের শাহনুর মিয়ার ছেলে।
এরআগে সোমবার র্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর শওকাতুল মোনায়েম ও অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার যৌথ নেতৃত্বে র্যাবের একটি দল এ অভিযান চালায়।