আকবরের পক্ষে দাঁড়াননি সিলেটের আইনজীবী
সময় সিলেট ডট কম
স্টাফ রিপোর্টার :
বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিহত রায়হান আহমদ হত্যার প্রধান অভিযুক্ত গ্রেফতারকৃত এসআই আকবর হোসেন ভূইয়ার পক্ষে আদালতে দাঁড়াননি সিলেট বারের কোন আইনজিবি। মঙ্গলবার দুপুরে সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবুল কাশেমের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাইলে আদালত রিমান্ডের আবেদন মঞ্জুর করেন। এ সময় আসামীর পক্ষে আদালতে কোন আইনজীবীকে দাঁড়াতে দেখা যায়নি।
আইনজীবীরা জানান, এসআই আকবর সিলেটের ইতিহাসকে কলঙ্কিত করেছে। এমন জঘন্য ও ন্যাক্কারজনক ঘটনার কারনে সিলেটের কোন আইনজীবীই তার পাশে দাঁড়াননি।