আকবরের ফাঁসির দাবিতে উত্তাল আদালত পাড়া
সময় সিলেট ডট কম
স্টাফ রিপোর্টার :
মঙ্গলবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসআই আকবর হোসেন ভূঁইয়াকে সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় আকবরকে দেখতেই বিক্ষোভ শুরু করেন শতাধিক মানুষ। তারা ‘ফাঁসি চাই ফাঁসি চাই, আকবরের ফাঁসি চাই, জনতার এ্যাকশন ডাইরেক্ট এ্যাকশন’ ইত্যাদি শ্লোগান দিতে থাকেন। এ পরিস্থিতি সামাল দিতে অনেকটা হিমশিম খেতে হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।
এদিকে দীর্ঘ প্রায় একমাসের মাথায় প্রধান অভিযুক্ত এসআই আকবর গ্রেফতারে খুশি রায়হানের পরিবার। তবে মামলাটি দ্রুত নিষ্পত্তি ও যাদের নির্দেশে আকবর পালিয়েছিলো তাদেরকে আইনের আওতায় আনার দাবি পরিবারের। তাছাড়া স্বীকারোক্তির আগ পর্যন্ত তাকে রিমান্ডে রাখার দাবি তাদের।