সিলেটে হাফ ম্যারাথন ৪ ডিসেম্বর
সময় সিলেট ডট কম
ব্রান্ডল্যান্সার সিলেট হাফ ম্যারাথন আগামী ৪ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। শহরের যান্ত্রিক জীবনের রেশ কাটাতে আর সবার জীবনপথ আরও বেশী উদ্যোমী করতেই এমন আয়োজন বলে জানিয়েছেন এর উদ্যোক্তারা। আয়োজকরা জানান, এবারের ম্যারাথনে সারাদেশের শতাধিক অংশগ্রহণকারী যোগ দেবেন। এ ম্যারাথনে প্রতিপাদ্য হিসেবে সিলেটের সংস্কৃতি এবং নাগরী লিপির ব্যবহার করা হবে।
যৌথভাবে এ মিনি ম্যারাথন আয়োজন করেছে সিলেট রানার্স কমিউনিটি ও মার্কেটিং এজেন্সি ব্রান্ডল্যান্সার। নগরের ক্বীন ব্রীজ থেকে সিলেট বিমানবন্দর সড়ক পর্যন্ত দুই ক্যাটাগরিতে এ হাফ ম্যারাথন অনুষ্ঠিত হবে। ২১ দশমিক এক কিলোমিটার এবং ৭ দশমিক ৫ কিলোমিটার রানের দুটি ম্যারাথনে কাটঅফ থাকবে যথাক্রমে সাড়ে ৩ ঘন্টা এবং সোয়া ১ ঘন্টা।
হাফ ম্যারাথনে যে কোন বয়সের পুরুষ ও মহিলা যে কেউ অংশ নিতে পারেন। এজন্য www.srcofficial.com/bshm20 লিংকে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে। অংশগ্রহণকারী সকলকেই জার্সি, মেটাল ম্যাডেলসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হবে। সিলেট রানার্স কমিউনিটির এডমিন আলী কামাল সুমন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তি