আজ থেকে চালু হচ্ছে বিমানের সিলেট-কক্সবাজার ফ্লাইট
সময় সিলেট ডট কম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট-কক্সবাজারে আজ ১২ নভেম্বর বৃহস্পতিবার থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে।
বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, সপ্তাহে প্রতি মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিট ও বৃহস্পতিবার সকাল ১১টা ৫০ মিনিটে সিলেট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিমানের ফ্লাইট।
আর কক্সবাজার থেকে সিলেটে সপ্তাহে দুইদিন যথাক্রমে রোববার দুপুর ১২টা ০৫ মিনিট এবং মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটে ফ্লাইট ছেড়ে আসবে।
প্রোমোকোড INPRO ১৫ ব্যবহার করে যাত্রীরা ১৫ শতাংশ ছাড়ে এই রুটে বিমানের টিকেট কিনতে পারবেন বলেও জানান তাহেরা খন্দকার।