বিয়ানীবাজারের মাতাব হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
সময় সিলেট ডট কম
স্টাফ রিপোর্টার :
দীর্ঘ সাড়ে ৪ বছর পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারের আওয়ামীলীগ নেতা মাতাব উদ্দিন হত্যা মামলার রায় হয়েছে। এতে ৯ জন আসামীর মধ্যে একজনকে মৃত্যুদণ্ড, ১ জনকে যাবজ্জীবন ও আরো ৫ জনকে ৩ বছর করে কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি পাঁচ জনকেই অর্থদণ্ড দেয়া হয়েছে। এছাড়া মামলার অপর দুই আসামীকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।
বুধবার বিকেল ৩টা ৫৫ মিনিটে সিলেটের অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. ইব্রাহীম মিয়া চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা দেন।
মামলার রায়ে পলাতক আসামী রুবেল হোসেনকে মৃত্যুদণ্ড, অপর পলাতক আসামী আব্দুল ফাত্তাহকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। মামলার অপর ৫ আসামী রাজন আহমদ, লিমন আহমদ, বাবুল আহমদ, শাহিন আহমদ ও মঞ্জুর আহমদকে ৩ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেন আদালত।
বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যে রায় ও আদেশ প্রদান করেছেন তাতে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত মামলার অপর দু’আসামী আব্দুল মুমিত সুমন ও রায়হান আহমদ চৌধুরীকে বেকসুর খালাস প্রদান করেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২২ জুন ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার পূর্ব আলীনগর গ্রামের প্রতিপক্ষের হামলায় খুন হন ওয়ার্ড আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মাতাব উদ্দিন।