জকিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মহিলার মৃত্যু
সময় সিলেট ডট কম
জকিগঞ্জ প্রতিনিধি :
জকিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় খাজুর বেগম (৬০) নামের এক মহিলার মৃত্যু ঘটেছে। নিহত মহিলা জকিগঞ্জ ইউনিয়নের মানিকপুর গ্রামের মৃত আব্দুশ শুক্কুরের স্ত্রী।
বৃহস্পতিবার বিকেলের দিকে জকিগঞ্জ পৌর এলাকার মাইজকান্দিতে মোটরসাইকেল আরোহী হাইল ইসলামপুর গ্রামের পাভেল আহমদ তিন পথচারী মহিলাকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দেন। এতে গুরুতর আহত হন জকিগঞ্জ ইউনিয়নের মানিকপুর গ্রামের মৃত আব্দুশ শুক্কুরের স্ত্রী খাজুর বেগম (৬০), সরিষা মানিকপুর গ্রামের আব্দুশ শহীদের স্ত্রী সজনা বেগম (৫৫), ফয়জুল হকের স্ত্রী আফিয়া বেগম (৫৮) ও মোটরসাইকেল আরোহী পাভেল আহমদ (২৪)।
পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। পথিমধ্যে আহত খেজুর বেগম মারা যান। মোটরসাইকেল আরোহীর অবস্থায়ও আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার চাচা জিয়া উদ্দিন।
জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের এ প্রসঙ্গে বলেন, কেউ থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ মামলা রেকর্ড করবে। নিহত মহিলার পরিবারের কেউ অভিযোগ না করলে এবং ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি চাইলে সে বিষয়েও ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।