ডোপ টেস্টের আওতায় আসছেন এসএমপি’র সদস্যরা
সময় সিলেট ডট কম
স্টাফ রিপোর্টার :
সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট ও বিভাগের সন্দেহভাজন পুলিশ সদস্যদের ‘ডোপ টেস্ট’ (মাদকের নমুনা পরীক্ষা) করা হবে। ছয়টি থানাসহ কর্মরত পুলিশ সদস্যদের নজরদারিতে রাখা হয়েছে। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকের সংশ্লিষ্টতা সন্দেহ হলেই তার ডোপ টেস্ট করা হবে। এমন হুশিয়ারি দিয়েছেন এসএমপি’র কমিশনার নিশারুল আরিফ। বৃহস্পতিবার মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে বিশেষ সভায় তিনি এমন হুশিয়ারি দেন।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত উপ-কমিশনার ও মিডিয়া অফিসার বিএম আশরাফ উল্ল্যাহ তাহের বলেন, মহানগর পুলিশের প্রায় ৩ হাজার পুলিশ সদস্য রয়েছেন। কোনো পুলিশ সদস্যের যাতে মাদকের সঙ্গে নূন্যতম সংশ্লিষ্টতা না থাকে, এ জন্য কঠোর হুশিয়ারি দিয়েছেন পুলিশ কমিশনার। তিনি বলেন, সন্দেহ হওয়া মাত্র যে কোনো পুলিশ সদস্যের ডোপ টেস্ট করা হবে।