নগরীতে গাঁজাসহ আটক ১
সময় সিলেট ডট কম
স্টাফ রিপোর্টার :
নগরীতে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছে থাকে এক কেজি গাঁজা জব্দ করা হয়। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।
গ্রেফতারকৃত শুক্কুর আহমেদ ইমরান। সে সওদাগরটিলার ৮নং বাসার বাবু মিয়ার ছেলে।
ডিবি পুলিশ জানায়, শুক্রবার বিকেল ৩টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে দলদলী চা-বাগানে প্রবেশের মেইন গেইটের সামনে অভিযান পরিচালনা করে গাঁজা ব্যবসায়ী ইমরানকে আটক করা হয়।