সিলেটে দুই লাশের পরিচয় চায় পুলিশ
সময় সিলেট ডট কম
স্টাফ রিপোর্টার :
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাত দুইটি লাশের পরিচয় জানতে চায় পুলিশ। লাশ দু’টির মধ্যে ৬৫ বছর বয়সী এক নারী ও অপরটি আনুমানিক ৬০ বছর বয়সী পুরুষের লাশ।
পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর কামরান নামের এক ব্যক্তি ওই বৃদ্ধকে ওসমানী হাসপাতালের ২৬নং ওয়ার্ডে (বিছানা নং এক্স-৩৮) ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গত ৪ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। ওই বৃদ্ধের বয়স আনুমানিক ৬০ বছর, গায়ের রং শ্যামলা। মাথায় সামান্য সাদা-কালো চুল আছে। মুখে ঘন দাড়ি ও গোফ আছে। উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি।
অপরদিকে, গত ১২ নভেম্ব স্বপ্না কর্মকার মহিলা নামের এক বৃদ্ধ মহিলা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩ নং ওয়ার্ডে ভর্তি হন। রেজিস্টারি খাতায় নাম থাকলেও ওই মহিলার ঠিকানা ছিলো না। চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধ মহিলা গত ১২ নভেম্বর রাতে মৃত্যু বরন করেন। তার বয়স অনুমানিক ৬৫, গায়ের রং শ্যামলা, মাথায় প্রায় ১ ইঞ্চি পরিমান ছোট চুল আছে। উচ্চতা অনুমান ৫ ফিট। পরনে হালকা নীল রংয়ের মেক্সি আছে। মৃত ব্যক্তির লাশটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। যদি কেউ মৃত ব্যক্তির কোন আত্বীয় স্বজনের সন্ধান পান তাহলে সিলেট কোতোয়ালী মডেল থানার এসআই তজম্মুল আলী ০১৭৩৮৭৪৭২৬২ এর সাথে যোগাযোগ করার অনুরোধ রইল।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ জানান, ওই বৃদ্ধের লাশ বর্তমানে ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার আত্মীয়স্বজনের খোঁজ চলছে। তিনি বলেন, কেউ এই বৃদ্ধের পরিচয় জানলে কোতোয়ালী মডেল থানার এসআই হাবিবের মোবাইল ০১৭১৮০১১৮৪০ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল।