যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির তালিকায় মাশরাফির নাম নেই
সময় সিলেট ডট কম
যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটি প্রতিষ্ঠার পর সদস্য সংখ্যার আকারে এটি সবচেয়ে বড় কমিটি। শনিবার সন্ধ্যায় যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটির তালিকা যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের কাছে হস্তান্তর করেন।
এদিকে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নির্বাচিত হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ খবরের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। তালিকার কোথাও মাশরাফির নাম নেই।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি বাংলাদেশ আওয়ামী যুবলীগ নিশ্চিত করেছে বলা হলেও মাশরাফি প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন এমন খবরে ধোঁয়াশা তৈরি হয়েছে।
যুবলীগের যে কমিটি ঘোষণা হয়েছে সেখানে প্রেসিডিয়ামে মাশরাফীর নাম নেই। ৮ সদস্যদের প্রেসিডিয়ামে অবশ্যই একটি নাম ফাঁকা রয়েছে।