কুমিল্লার পলাতক আসামী সিলেটে গ্রেফতার
স্টাফ রিপোর্টার
নগরীতে র্যাব অভিযান চালিয়ে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার ভোরে নগরীর টিলাগড় এলাকা থেকে তাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন (৩২) সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকার ইউসুফ আলীর পুত্র।
র্যাব-৯ জানায়, দেলোয়ার হোসেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন মামলায় এজহার নামীয় প্রধান পলাতক আসামী। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। পরে আসামীকে কুমিল্লা কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব-৯।