বাংলাদেশ ট্যাঙ্কলরী শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চলের কমিটি গঠন
সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ ট্যাঙ্কলরী শ্রমিক ফেডারেশন বি-২১০০ এর পূর্বাঞ্চল কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা শনিবার (১৪ নভেম্বর) হবিগঞ্জের জগদীশপুর পয়েন্ট সংলগ্ন পূর্বাঞ্চল কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ট্যাঙ্কলরী শ্রমিক ফেডারেশন সভাপতি হাজী শাহজাহান ভূইয়ার সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের দপ্তর প্রধান সহকারী রকিব হাসানের পরিচালনায় মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে ২০২০-২০২৩ সেশনের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত বাংলাদেশ ট্যাঙ্কলরী শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল কমিটির সভাপতি হাজী শাহজাহান ভূইয়া, কার্যকরী সভাপতি মো. মনির হোসেন, সহ-সভাপতি কামরুজ্জামান বশির, আব্দুল মজিদ ও আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ, যুগ্ম-সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন রানা, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হেসেন দেলু ও আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই সুমন মিয়াজী, সহ-সাংগঠনিক সম্পাদক হারুন মোল্লা, অর্থ সম্পাদক মো. জাহিদুল আলম, দপ্তর সম্পাদক আলী হোসেন, লাইন সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক নুরুন নবী, কার্যকরী সদস্য সেলিম পাটুয়ারী, কাউছার আহমদ, সোহেল আহমদ, অলি আহমদ, সোহেল খন্দকার, ফায়ছাল মিয়া।
মতবিনিময় সভায় অসংখ্য শ্রমিক নেতাকর্মীর বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। বক্তারা নবনির্বাচিত কমিটি অতীতের সুনাম ধরে রেখে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।