বিশ্বনাথে ‘মডার্ণ প্রিন্টিং প্রেস’র উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি
সিলেটের বিশ্বনাথে ‘মডার্ণ কম্পিউটার এন্ড প্রিন্টং প্রেস’র উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের নতুনবাজারস্থ মাদানিয়া মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলায় ফিতা কেটে ওই ব্যবসা প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বিশ্বনাথের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও ব্যবসায়ীরা।
মডার্ণ কম্পিউটার এন্ড প্রিন্টিং প্রেস’র স্বত্তাধিকারী সাংবাদিক আব্দুস সালামের সভাপতিত্বে ও সাংবাদিক আক্তার আহমদ শাহেদ’র পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, প্রেসক্লাব অপরাংশের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আশিক আলী, এমআর টুনু তালুকদার, সাবেক সাধারণ-সম্পাদক রুহেল উদ্দিন ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ-সম্পাদক আব্বাস হোসেন ইমরান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য বদরুল ইসলাম মহসিন, চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শফিক আহমদ পিয়ার, ব্যবসায়ী জুনায়েদ আহমদ, সুরঞ্জিত দাশ, সালেহ আহমদ, মডার্ণ কম্পিউটার এন্ড প্রিন্টিং প্রেস’র স্বত্তাধিকারী মিনার আহমদ ও ইব্রাহিম আলী।