সেলিম-কলসুমা দম্পতির চতুর্থ সন্তান লাভ : দোয়া কামনা
সময় সিলেট ডট কম
এসএমএস মিডিয়া লিমিটেড ও দৈনিক সময় সিলেট’র চেয়ারম্যান, সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. সেলিম আহমেদ ও বিশিষ্ট সমাজসেবী মোছা. কলসুমা আহমেদের চতুর্থ সন্তান জন্ম গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ! মঙ্গলবার (১৭ই নভেম্বর ২০২০) এই মানবিক দম্পতির ঘর আলোকিত করে সুন্দর পৃথিবীতে এই নবজাতকের আগমন হয়।
সেলিম-কলসুমা দম্পতির আরও ২ ছেলে ও ১ কন্যা সন্তান রয়েছে। বড় ছেলে সালেহ আহমেদ সাকিবের নামে একটি কল্যাণ ট্রাস্ট রয়েছে। আর্তমানবতার সেবায় নিয়োজিত এই ট্রাস্টের মাধ্যমে দেশের অসংখ্য গরীব, দুস্থ ও অসহায় মানুষের কল্যাণ সাধন হচ্ছে প্রতিনিয়ত।
নবজাতক ও মা উভয়ই সুস্থ আছেন। সন্তানের শুভাগমনে পিতা-মাতা উভয়ই অত্যান্ত আনন্দিত ও পুলকিত। তৃতীয় পুত্র সন্তানের জন্য দীর্ঘ হায়াত তার সু-স্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের কাছে আন্তরিক দোয়া কামনা করেছেন সেলিম আহমেদ ও কলসুমা আহমেদ।
এদিকে সেলিম-কলসুমা দম্পতির পুত্র সন্তানের আগমনে ‘এসএমএস মিডিয়া লিমিটেড’ ও ‘দৈনিক সময় সিলেট’ পরিবারের পক্ষ থেকে নবজাতকের জন্য বিশেষ দোয়া, শুভ জন্মদিনের শুভেচ্ছাসহ সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।