বিশ্বনাথে কেক কেটে জেলা যুবলীগ সভাপতির জন্মদিন পালন
সংবাদ বিজ্ঞপ্তি
সিলেটের বিশ্বনাথে কেক কেটে জেলা যুবলীগ সভাপতি শামীম আহমদের জন্মদিন পালন করেছেন বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলা সদরের একটি রেষ্টুরেন্টে এই জন্মদিন পালন করা হয়।
উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রুহেল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম তুহেমের পরিচালনায় এই আনন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক বশির আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আলতাব হোসেন, সদস্য সিতার মিয়া, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, যুবলীগ নেতা সুহেল তালুকদার, জাবেদ মিয়া, শফিক মিয়া, জয়নাল আবেদীন, উপজেলা ক্রীকেট এসোসিয়েশনের সহ-সভাপতি আমিন হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক নোমান আহমদ, আম্পায়ার প্রতিনিধি নাঈম আহমদ, ক্রিকেটার রাশেদ আলী, আহমদ আলী, জাকির আহমদ, নাজমুল হোসাইন, নুরুল হক, আখলিছ মিয়া, সোহাগ মিয়া প্রমুখ।
অনুষ্ঠান শেষে জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদের দীর্ঘায়ূ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন শরিষপুর জামে মসজিদের সানি ইমাম দিলোয়ার হোসেন।