আকবরের ব্যবহৃত মোবাইল ও কাপড় উদ্ধার
কানাইঘাট সংবাদদাতা
আলোচিত রায়হান হত্যা মামলার প্রধান আসামী সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার ফাঁড়ির বহিস্কৃত এসআই আকবর হোসেন ভুঁইয়ার ব্যবহৃত মোবাইল সেটসহ কাপড় উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির দনা পাতিছড়া নামক স্থানের ১৩৩৫নং সীমান্ত পিলারের কাছে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।
জানা যায়, সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম ও জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ নাসের এবং রায়হান হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট পিবিআই ইন্সপেক্টর আওলাদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করেন।
এ সময় দনা পাতিছড়া নামক স্থানের উঁচু পাহাড়ের চুড়া থেকে একটি কাপড়ের ব্যাগ উদ্ধার করে পুলিশ। ব্যাগের ভিতরে দুইটি এন্ড্রয়েড মোবাইল সেট, ৩টি মোবাইলের সীম, বাংলাদেশী ২০ টাকার একটি নোট, বহিস্কৃত এসআই আকবর ও দুই নারীর বেশ কয়েকটি ছবি পাওয়া যায়। এরপর পাহাড়ের প্রায় ১৫০ ফুট নীচ থেকে পৃথক আরেকটি পলিথিনের ব্যাগ উদ্ধার করা হয়, যার মধ্যে একটি জিন্সের শার্ট, সুয়েটার, সেন্ডু গেঞ্জি ও দুইটি গামছা পাওয়া যায়।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম জানান, উদ্ধারকৃত মালামাল বহিস্কৃত আকবরের ব্যবহৃত হতে পারে বলে তারা ধারনা করছেন। উদ্ধারকৃত পিবিআই তদন্তকারী কর্মকর্তার নিকট বুঝিয়ে দেওয়া হবে, তারা পরীক্ষা নিরীক্ষা আরো নিশ্চিত হবেন।