বিশ্বনাথে আরপিএল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলার রায়কেলী প্রিমিয়ার লীগ (আরপিএল) ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯-২০ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুরে স্থানীয় মিয়ার বাজার সংলগ্ন মাঠে কামরান এলেভেন কিংস ও হুসাইন টাইগার্স মধ্যকার এই ফাইনাল ও পুরস্কার বিতরণী সবুজ সাথী স্পোর্টিং ক্লাব রায়কেলীর আয়োজনে এবং তরুণ ক্রীড়া সংগঠক ও ক্লাব সভাপতি মো. উসমান আহমেদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নোমান আহমদ। বক্তব্যে তিনি বলেন- খেলাধুলা যেমন মানুষকে অানন্দ দানের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, জীবনকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তুলতে মনোবল চাঙ্গা করে, তেমনি খেলাধুলার মাধ্যমে মানুষ অতি সহজে দায়িত্বশীল হয়, একই সঙ্গে পায় মর্যাদা অর্জনের শিক্ষা। বিশেষকরে ক্রিকেট খেলা বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তিনি বলেন- আজকের যুবকরাই হবে আগামীতে দেশ ও সমাজ পরিচালিত করবে। তাই খেলাধুলার চর্চা ও পৃষ্টপোষকতার মাধ্যমে তরুণ সমাজকে মানবিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলে আমাদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের পথ সুগম করতে হবে।
বিশিষ্ট সমাজ সেবক হাজী লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- দশঘর ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক এজহারুল ইসলাম।
এসময় সবুজ সাথী ক্রিকেট সংঘের সভাপতি মোহাম্মদ উসমান আহমেদ, সাবধাণ সম্পাদক হুসাইন আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সহ-সাধারণ সম্পাদক তানবীর আহমদ, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোনায়েম আহমদ, আম্পায়ার প্রতিনিধি তশিল মিয়াসহ নবগঠিত কমিটির অন্যন্য দায়িত্বশীল ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলায় কামরান এলিভেন কিংস’কে ১০ উইকেটে হারিয়ে হুসাইন টাইগার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল ম্যাচে সর্বোচ্চ উইকেট এবং ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত নির্বাচিত হন শাকিল আহমদ, সর্বোচ্চ রান করেন রাজু আহমেদ। তাছাড়া ম্যান অব দ্যা ম্যাচ সম্মাননা পান জাহির ও ম্যান অব দা টুর্নামেন্ট সবুজ সাথীর রিফাত।
অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন দল হিসেবে হুসাইন টাইগার্স’কে ৬ হাজার টাকার প্রাইজ মানি ও একটি ট্রফি এবং রানার্স আপ কামরান এলিভেন কিংস’কে ৪ হাজার টাকা প্রাইজ মানি এবং অন্যান্যদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।