ট্রাফিকআইন মেনে গাড়ি চালালে দুর্ঘটনা রোধ সম্ভব : পুলিশ সুপার
সময় সিলেট ডট কম
দক্ষিণ সুরমা সংবাদদাতা : সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন বলেছেন- পরিবহণ শ্রমিকরা দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার। তাই দক্ষ চালক তৈরী করে ট্রাফিক আইন মেনে গাড়ি চালালে সড়ক দূর্ঘটনা রোধ করা সম্ভব। তিনি বলেন- বিপদগ্রস্ত ট্রাক চালকদের পরিবারের পাশে থাকা ও সহযোগিতা করা মহৎ কাজ। মৃত্যুবরণকারী ট্রাক চালকদের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ যে দৃষ্টান্ত স্থাপন করছেন, তা প্রশংসনীয় ও অনুকরণীয়। সিলেট জেলা পুলিশ ট্রাক শ্রমিকদের পাশে থেকে সকল ধরনের সহযোগিতা করে যাবেন বলে তিনি সংগঠনের নেতৃবৃন্দকে আশ্বস্থ করেন।
রোববার (২২ নভেম্বর) দুপুরে দক্ষিণ সুরমার পারাইরচক পুড়াড় খালস্থ সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সংগঠনের মৃত্যুবরণকারী ২৮টি শ্রমিক পরিবারের মধ্যে মৃত্যুকালীন অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আমির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব গোলাম হাদী ছয়ফুল। সভায় সংগঠনের মৃত্যুবরণকারী ২৮টি পরিবারের মধ্যে মৃত্যুকালীন অনুদান সাড়ে ৬ লক্ষ টাকা প্রদান করা হয়।