করোনায় সাংবাদিকের মৃত্যু : এসএমএস মিডিয়া’র শোক
সময় সিলেট ডেস্ক :
সময় সিলেট ডেস্ক : কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান মারা গেছেন। ইন্নালিল্লাহি… রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
করোনা পজিটিভ হয়ে গত ৩১ অক্টোবর রাতে মুনীরুজ্জামান রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য, বিশিষ্ট সাংবাদিক ও কলামনিস্ট খন্দকার মুনীরুজ্জমান ১৯৭০ সালে সিপিবির মুখপত্র সাপ্তাহিক একতায় সাংবাদিকতা শুরু করেন। এর পর পাঁচ দশকে একাধিক সংবাদমাধ্যমে কাজ করেন তিনি। সর্বশেষ কর্মস্থল ছিল দৈনিক সংবাদ। এক যুগ ধরে দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন তিনি। এর আগে সংবাদপত্রটির সম্পাদকীয় বিভাগের দায়িত্বে ছিলেন। খন্দকার মুনীরুজ্জামান ১৯৪৮ সালের ১২ মার্চ ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় সাংবাদিকতায় যুক্ত হন। একই সময়ে বাম ঘরানার রাজনীতিতেও যুক্ত ছিলেন। ১৯৭০ সালে সিপিবির মুখপত্র সাপ্তাহিক একতায় সাংবাদিকতা শুরু করেন মুনীরুজ্জামান। এর পর পাঁচ দশকে একাধিক সংবাদমাধ্যমে কাজ করেন তিনি। ২০১৯ সালে তিনি প্রেস কাউন্সিলের সদস্য মনোনীত হন। এ ছাড়া জাতীয় প্রেস ক্লাবসহ নানা পেশাদার সংগঠনের সদস্য ছিলেন।
এদিকে জাতীয় দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক, কলামিস্ট খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এসএমএস মিডিয়া লিমিটেডে সিলেট এর চেয়ারম্যান মো. সেলিম আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর আ ক ম এনামুল হক মামুন ও পাবলিসিটি এন্ড পাবলিকেশন্স ডিরেক্টর সাইফুল ইসলাম রানা।
মঙ্গলবার এক শোকবার্তায় তারা বলেন- মুনীরুজ্জামান ছিলেন নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার পথিকৃৎ। তার মৃত্যুত দেশীয় গণমাধ্যমের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে। শোকবার্তায় তারা সাঙবাদিক মুনীরুজ্জামানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, পরিজন, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়িদের প্রতি গভীর সমবেদনা জানান।