বিজয়নগরে বাস-পাওয়ার টিলার সংঘর্ষে ৩ জন নিহত
বিশেষ সংবাদদাতা :
বিশেষ সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহি বাস ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিজয়নগর উপজেলার চরইসলামপুর গ্রামের মৃত সাঈদ মিয়ার ছেলে আক্তার হোসেন (৫০), মৃত সোলমান মিয়ার ছেলে রমজান মিয়া (৬০) ও মৃত হাবিবুল্লা মিয়ার ছেলে শহীদুল্লা (৩০)। আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান- সন্ধ্যায় রামপুর এলাকার যমুনা ব্রিকসের সামনে সিলেটগামী একটি যাত্রীবাহি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাওয়ার টিলারের তিন আরোহী মারা যান। এ দুর্ঘটনায় বাসের পাঁচ যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।