গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের মতবিনিময় অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা :
গোলাপগঞ্জ সংবাদদাতা : সিলেটের গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের উদ্যোগে ওয়ার্ড নেতৃবৃন্দ ও দলীয় পৌর কাউন্সিলরদের এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় পৌর কনফারেন্স হলে পৌর নির্বাচনকে সামনে রেখে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামীলীগের সভাপতি মেয়র আমিনুল ইসলাম রাবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদের পরিচালনায় সভায় বক্তব্য দেন পৌর আওয়ামীলীগ নেতা, পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, পৌর কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, কাউন্সিলর নাজিম উদ্দিন, ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মেহেরুন বেগম, ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মখলিছুর রহমান, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসিদুর রহমান, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক হেলাল আহমদ, যুগ্ম-আহবায়ক আব্দুস সালাম, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক সৈয়দ কয়েছ আহমদ, যুগ্ম-আহবায়ক এনায়েত করিম খোকন, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পারভেজ আহমদ, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক জয়নাল আবেদীন পুতুল, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক মুক্তা মিয়া, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক মো. সুলেমান আহমদ, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক নুরুল আলম।
সভায় ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীদের সুসংগঠিত করা, কার্যক্রম বৃদ্ধিসহ আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।