অধ্যাপক কবি হিমেল বরকত আর নেই
সময় সিলেট ডেস্ক :
সময় সিলেট ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক কবি হিমেল বরকত মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে কবির বয়স হয়েছিল ৪২ বছর। তিনি পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব সহ অসংখ্য ছাত্র-ছাত্রী, পাঠক, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
কবি হিমেলের ভগ্নিপতি মাহমুদ হাসান মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানিয়েছেন- হাসপাতালে আসার পর দুই বার হার্ট অ্যাটাক হয়। লাইফ সাপোর্টে নেয়ার পর তার মৃত্যু হয়।
এরআগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাসা থেকে অনলাইনে ক্লাস নেয়ার সময় অধ্যাপক হিমেল বরকতের হার্ট অ্যাটাক হয়। এর পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।