’সিলেটভিউ’ সম্পাদকের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া
সময় সিলেট ডেস্ক :
সময় সিলেট ডেস্ক : সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র ব্যুরো প্রধান এবং সিলেটভিউ২৪ডটকম’র সম্পাদক ও প্রকাশক শাহ্ দিদার আলম নবেল করোনাভাইরাসে আক্রান্ত। তাঁর সুস্থতা কামনায় সিলেটভিউ পরিবারের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম’র কার্যালয়ে মিলাদ পাঠ করেন মাওলানা নুরুল ইসলাম, দোয়া পরিচালনা করেন সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব।
মিলাদ ও দোয়া মাহফিলে সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির, সহসভাপতি সাত্তার আজাদ, সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ক্রীড়া সম্পাদক ওলিউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক তুহিনুল হক তুহিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ, নির্বাহী সদস্য শাহীন আহমদ, বাংলাভিউ টিভির অনুষ্ঠান সঞ্চালক ফজলুর রহমান জসিম, সিলেটভিউ২৪ডটকম’র জ্যেষ্ঠ প্রতিবেদক রফিকুল ইসলাম কামাল, নিজস্ব প্রতিবেদক রেজাউল হক ডালিম, জুনেদ আহমদ চৌধুরী, চিত্রসাংবাদিক আনোয়ার হোসেন, ইদ্রিস আলী, মোজাম্মেল হক, সিলেটভিউ২৪ডটকম’র জাতীয় সংবাদ পর্যবেক্ষক শাহ্ গুলজার আলম পাপলু প্রমুখ উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে সিলেটভিউ২৪ডটকম’র সিনিয়র অফিস সহকারী সাত্তার আহমদ, অফিস সহকারী তোফায়েল আহমদ উপস্থিত ছিলেন।