দক্ষিণ সুনামগঞ্জের ভূমিহীন-গৃহহীনরা পাচ্ছে ৪১১টি ঘর
বিশেষ সংবাদদাতা :
বিশেষ সংবাদদাতা : দক্ষিণ সুনামগঞ্জে ভূমিহীন ও গৃহহীন পরিবার পূনর্বাসনে দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ কর্মসূচির আওতায় ৪১১ টি ঘর নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ঘরে ব্যয় হবে ১ লাখ ৭১ হাজার টাকা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী।
উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পিঠাপশী গ্রামে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় গৃহ নির্মাণ উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা রায়, পূর্বপাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুইয়া, ইউপি সদস্য আবদাল মিয়া, সৈদুন্নুর, সাবেক ইউপি সদস্য আকিক মিয়া, সৈয়দুর রহমান, উপকারভোগী লায়লা বেগম প্রমুখ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা একজন মানুষও গৃহহীন থাকবে না। আর এই ঘোষণাকে বাস্তবায়নের লক্ষ্যে মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাতে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের একান্ত প্রচেষ্টায় দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ করা হচ্ছে।