সুনামগঞ্জে আপোস মীমাংসায় খালাস পেলেন ৪৭ জন স্বামী
বিশেষ সংবাদদাতা :
বিশেষ সংবাদদাতা : সুনামগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্ত্রীদের দায়েরকৃত মামলায় অভিযুক্ত ৪৭ স্বামীকে আপোষ মিমাংসায় খালাস দিয়েছেন আদালত। পরে খালাস পাওয়া দম্পতি ও তাদের সন্তানদের আদালতের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন অভিযুক্ত স্বামীদের খালাস প্রদান করেন। এর আগে স্বামী ও স্ত্রী পক্ষ আদালতে আপোষনামা দাখিল করেন।
আদালত সূত্র জানায়- ২০১১ সাল থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৪৭ জন স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দায়ের করেন তাদের স্ত্রীরা। এরপর থেকে মামলাগুলো চলতে থাকে। দীর্ঘদিন মামলা চলতে থাকায় স্বামী ও স্ত্রীরা নিজেদের ভুল বুঝতে পেরে আপোষে মিমাংসার পথ বেচে নেন। পরে তারা আদালতে আপোষনামা দাখিল করেন। বিজ্ঞবিচারক আপোষনামা আমলে নিয়ে ৫ শর্তে অভিযুক্ত স্বামীদের বেখসুর খালাস প্রদান করেন। শর্তগুলো হচ্ছে- সকলে স্বামী-স্ত্রী সন্তানাদি নিয়ে পরিবারের অন্যদের সাথে সদ্ভাব বজায় রেখে শান্তিপূর্ণভাবে সংসার ধর্ম পালন করবেন, সংসারের শান্তি বিনষ্ট হয় এধরনের কোন কাজ ভবিষ্যতে করবেন না, পারস্পরিক যথাযোগ্য মর্যাদা রক্ষা করবেন, যৌতুক দাবি করা যাবে না, কোন মনোমালিন্য বা বিরোধ দেখা দিলে আলাপ আলোচনা করে শান্তিপূর্ণ সমাধান করে সহাবস্থান করবেন। কেউ নির্যাতন করলে বা যৌতুক দাবি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাধা থাকবে না।
সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট নান্টু রায় বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান- এক সঙ্গে এতগুলো মামলার রায় দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন- আদালত শুধু শাস্তি দেয় না। আপোষেও নিষ্পিত্তি হয়। আদালতের উদ্যোগকে স্বাগত জানান তিনি।